উত্তরদিনাজপুর

পাগল কুকুরের তান্ডপে নাজেহাল উত্তর দিনাজপুর জেলার ইটাহার বাসী, আহত দুই গ্রামের ৬৫ জন

পাগল কুকুরের তান্ডপে নাজেহাল উত্তর দিনাজপুর জেলার ইটাহার বাসী। দুটি পৃথক স্থানে পাগল কুকুরের কামরে আহত ৬৫ জন। উল্লেখ্য, সোমবার বিকালে ইটাহার থানার কাপাশিয়া অঞ্চলের নমুনিয়া দক্ষিন পাড়াতে একটি কুকুর নাজমূল মালেকে হঠাৎ কামরে দেয়। তারপর আমিনা খাতুন, আলতাব হুসেন, নেজান বিবি, জাইরুল হক সহ একের পর এক গ্রামের পুরুষ মহিলা বাচ্চা সহ ৩০ জনকে কামরে দেয়। তারপর গ্রামবাসী সেই কুকুরকে তাড়া করে পিটিয়ে মেরে ফেলে। আহত সকলকে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করে ও তাদের নির্দিষ্ট ভ্যাক্সিন দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পাশাপাশি আবার মঙ্গলবার একি ঘটনার পূনরাবৃত্তি হয় ইটাহারের বাগবাড়ী গ্রামে। এই গ্রামেও নশাই দেব শর্মা, দুলন দেব শর্মা সহ পুরুষ মহিলা সহ প্রায় ২৫ জনকে আজ কামর দেয় একটি পাগল কুকুর। তারপর গ্রামের বাসিন্দারা সেই কুকুরকে তারা করে। পরে তারা সেই কুকুরকে মেরে সঙ্গে নিয়ে ইটাহার হাসপাতালে আসে চিকিৎসা করতে।  কুকুরের কামরে আহত বাসিন্দা নরেশ দেব শর্মা বলে, আজ সকালে একটি পাগল কুকুর আমাকে কামরায় আর আমাদের গ্রামে যাকে তাকে কামরাতে থাকে। তারপর আমারা গ্রামের সকলে মিলে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছি।এই বিষয়ে ইটাহার ব্লক সভা নেত্রী পম্পা চৌধুরী জানায়, গত কাল কাপাশিয়া অঞ্চলে ৩০ জন ও আজ বাগবাড়ীর প্রায় ২৫ জনকে পাগল কুকুর কামর দিয়েছে শুনে ইটাহার হাসপাতালে দেখতে এসেছি আমি। সকেলে বেশ ভালো আহত হয়েছে।